Monday, June 16, 2014

গত ১ লা জুম্মাতুল উখড়া ১৪৩৫ হিজরি (৩ রা এপ্রিল ২০১৪) তে দেখা আমাদের এক দ্বীনী ভাইএর দেখা স্বপ্ন

আমাকে ৩ সপ্তাহ আগে বলেছেন। আমি গত ৭২ ঘণ্টায় তার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি, বিশ্বও দেখছে। তার অনুমতি নিয়ে আপনাদেরকে পুরা স্বপ্নটি বর্ণনা করছি।

“এই ভাই স্বপ্নে দেখেন যে, উনি সৌদি আরবে চাকুরি পেয়েছেন। উনি জেদ্দা বিমানবন্দরে নামার পর চিন্তা করেন যে, আল্লাহর ঘর তাওয়াফ না করে আর রাসুল (সাঃ) এর কবর জিয়ারত না করে উনি কিভাবে নতুন চাকুরীতে যোগ দিবেন। তাই তিনি মক্কা গিয়ে প্রথমে উমরাহ্‌ পালন করলেন। অতঃপর তিনি মদিনাতে রাসুল সাঃ এর কবর জিয়ারতে গেলেন।

রাসুল সাঃ এর কবরের নিকট গিয়ে যখন তিনি যখন তিনি সালাম দিলেন, তখন তিনি দেখেন, রাসুল সাঃ রওজা থেকে বের হয়ে আসলেন এবং তাকে কাছে ডাকলেন। অতঃপর রাসুল সাঃ তাকে বললেন, আমেরিকার ধ্বংস অতি নিকটে। আর এই ভূমি (সৌদি আরব) থেকে পাকিস্তান পর্যন্ত সকল ভূখণ্ড যুদ্ধের ময়দানে পরিণত হবে। তখন এই ভাই বললেন, ইয়া রাসুলাল্লাহ, আমার জন্য আল্লাহর নিকট মাগফিরাতের দোয়া করেন। তখন রাসুল সাঃ বলেন, তুমি প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে মেসওয়াকের পাবন্দি করবে”।

বিঃদ্রঃ সৌদি আরব থেকে পাকিস্তান পর্যন্ত ভূখণ্ডসমূহ হল সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান।

No comments:

Post a Comment