Wednesday, June 11, 2014

খোরাসানে কানাডিয়ান সেনা বাহিনীঃ এক মাস পার হয়ে গেলেও যে খবরটি আন্তর্জাতিক মিডিয়াতে এলো না

মূলত রাসুল (সাঃ) এর যুগে বৃহত্তর খোরাসান বলতে এর সীমানা নিম্ন লিখিত ভূখণ্ডের সমষ্টিকে বুঝায়, যার মূল কেন্দ্র হচ্ছে বর্তমান আফগানিস্তান। এর বিস্তৃতিঃ

“উত্তর-পশ্চিম আফগানিস্তান (হেরাত, বালখ, কাবুল, গাজনি, কান্দাহার দিয়ে বিস্তৃত), উত্তর ও দক্ষিন-পূর্ব উজবেকিস্তান (সামারকান্দ, বুখারা, সেহরিসাবজ, আমু নদী ও সীর নদীর মধ্যাঞ্চল দিয়ে বিস্তৃত), উত্তর-পূর্ব ইরান (নিশাপুর, তুশ, মাসহাদ, গুরগান, দামাঘান দিয়ে বিস্তৃত), দক্ষিন তুর্কমেনিস্তান (মেরি প্রদেশ – মার্ভ, সানজান), দক্ষিন কাজিকিস্তান, উত্তর ও পশ্চিম পাকিস্তান (মালাকান্দ, সোয়াত, দীর ও চিত্রাল), উত্তর পশ্চিম তাজিকিস্তান (সুগ্ধ প্রদেশের খোজান্দ, পাঞ্জাকেন্ত দিয়ে বিস্তৃত)”।

৪৯ টি রঙিন পতাকাবাহী ভূখণ্ডের সেনা সমন্বয়ে গঠিত আধুনিক রোমান মহাজোট তথা পশ্চিমা মিত্র বাহিনীর অংশ হিসাবে গত ১২ই মার্চ ২০১৪ সালে আফগানিস্তানে যুদ্ধরত কানাডিয়ান সেনা বাহিনী তার ১০০ জন সৈন্যের সর্বশেষ দলটি নিজ দেশে ফিরিয়ে নেয়। সেই সাথে শেষ হল আফগানিস্তানে তাদের ১২ বছরের যুদ্ধ অধ্যায়।

৪০ জন সৈন্য দিয়ে যাত্রা শুরু যা কিনা পরবর্তীতে ৪০ হাজার ছাড়িয়ে যায়। তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ যুদ্ধে ১৬২ জন নিহত আর ২,১৭৯ জন আহত।

মোট খরচ ১২ বিলিয়ন ইউএস ডলার।

বিস্তারিতঃ http://www.cbc.ca/news/world/canadian-military-involvement-in-afghanistan-formally-ends-1.2569162

আফগানিস্তান তারা এতটাই নিঃশব্দে করার চেষ্টা করে যে, কানাডার স্থানীয় সিবিসি নিউজকে বলা হয়, সৈন্যরা কানাডা পৌঁছানোর পরে কানাডায় সংবাদ প্রকাশ করতে।

সাধারণত ১/২ টা কালো পতাকাবাহী তালিবানকে শহীদ করতে পারলে গোটা দুনিয়ার মিডিয়াতে মহাযুদ্ধ জয়ের সংবাদ। কিন্তু নিজেদের চলে যাওয়ার খবরটি চাপা পড়ে যায়। এক মাস পার হয়ে গেলেও খবরটি আন্তর্জাতিক মিডিয়াতে এলো না। শুধুমাত্র কানাডার স্থানীয় টিভি চ্যানেল ও সংবাদপত্রগুলোতে এসেছে।

তাদের সাংবাদিকের তৈরি এই ভিডিওতে দেখুন, তারা আফগানিস্তানে কতখানি সফলতা পেয়ে গেল।

https://www.youtube.com/watch?v=prXUNnPPNHM

ইমাম জুহরি বলেছেন, আমার কাছে এই বর্ণনা পৌঁছেছে যে,

“খোরাসান থেকে কালো পতাকা বের হবে। সেটি যখন খোরাসানের ঘাঁটি থেকে অবতরণ করবে, তখন ইসলামের খোঁজে অবতরণ করবে। কোন বস্তু তাদের মাঝে প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না অনারবদের পতাকাগুলো ব্যতীত, যেগুলো পশ্চিম দিক থেকে আসবে”।

(কানাজুল উম্মাল, খণ্ড ১১, পৃষ্ঠা ১৬২)

হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

“যখন কালো পতাকাগুলো পূর্ব দিক (খোরাসান) থেকে বের হবে, তখন কোন বস্তু তাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না। এমনকি এই পতাকাকে ইলিয়ায় (বাইতুল মুকাদ্দাসে) উত্তোলন করা হবে (খেলাফত প্রতিষ্ঠা করবে)”।

(সুনানে তিরমিজি, হাদিস নং ২২৬৯;মুসনাদে আহমাদ, হাদিস নং ৮৭৬০)

No comments:

Post a Comment