Wednesday, June 11, 2014

২০১৪ জুনঃ জাজিরাতুল আরব এঁর অন্তর্ভুক্ত ভূখণ্ডগুলোতে নাগরিকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শুরু

আপনারা হয়ত হাদিসের আলোকে ইতিমধ্যেই জেনেছেন যে, ইমাম মাহদির আগমন যতই নিকটবর্তী হবে গোটা জাজিরাতুল আরব (বর্তমান সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, আরব আমিরাত) উত্তপ্ত হতে থাকবে, সংঘাত ছড়িয়ে পরতে থাকবে এবং সর্বশেষ সেই সংঘাত হজ্জ মৌসুমে মিনা পর্যন্ত গিয়ে পৌঁছাবে।

তাই এখন থেকেই বিশ্বাসী বান্দা হিসাবে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে জাজিরাতুল আরব এর অন্তর্ভুক্ত ভূখণ্ডগুলোর প্রতিটি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সর্বোপরি সামরিক পরিস্থিতির উপর।

আজ আমি আপনাদের এই ভূখণ্ডগুলোর সামরিক প্রস্তুতি সম্পর্কে একটু জানাবো। 

গত ৭ ই জুন ২০১৪, শনিবার সংযুক্ত আরব আমিরাত তার দেশের ১৮ থেকে ৩০ বছর বয়সী সকল পুরুষ নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণকে বাধ্যতামূলক করেছে। যদিও এই বছর জানুয়ারিতে সেখানকার সরকার এই বিষয়ে তার পরিকল্পনার কথা জাতিকে জানায়। যারা সেকেন্ডারি স্কুল শেষ করেছে তারা ৯ মাস এবং অন্যদের ক্ষেত্রে ২ বছর সামরিক বাহিনীতে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। মহিলাদের ক্ষেত্রে এটি ঐচ্ছিক করা হয়েছে।

গত বছর ২০১৩ এর নভেম্বরে কাতার এই বিষয়ে আইন পাশ করে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী কাতারি পুরুষদের ক্ষেত্রে এই সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক।  

বর্তমানে কুয়েতে এই আইনের বিষয়ে আলোচনা চলছে।

অপর তিনটি দেশ সৌদি আরব, বাহরাইন ও ওমানে এখনও সকল পুরুষ নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণকে বাধ্যতামূলক করা হয়নি। 

২০১১ সালের পরে ইসলামপন্থী যোদ্ধাদের কাছে সিরিয়া, ইরাক আর ইয়েমেনের নিয়মিত সেনা বাহিনীর পরাজয়ের পর যখন এসব দেশের বিভিন্ন অংশের নিয়ন্ত্রন আজ যখন ইসলামপন্থী যোদ্ধাদের হাতে,  ঠিক তখন জাজিরাতুল আরবের অন্তর্ভুক্ত দেশগুলোর এই ধরনের সিদ্ধান্ত অবশ্যই তাৎপর্যপূর্ণ।
 
অথচ মূর্তিপূজারীদের সংস্কৃতিক আগ্রাসনের শিকার এই  সংখ্যা গরিষ্ঠ মুসলিম নামধারী ভূখণ্ডের সংবাদ মাধ্যম ও মিডিয়া শুধু নানা বাহানায় নাচন কুর্দন নিয়েই ব্যস্ত আর উম্মতের চলতি হাল এর ব্যপারে অজ্ঞ।
সকল সতর্ক  আল্লাহর দাস ও দাসীদেরকে উম্মতের চলতি হাল সম্পর্কে সজাগ থাকার অনুরোধ।
 
সামনে ২০১৪ থেকে ২০২১ থেকে ২০২৫...

2 comments:

  1. For more information on the subject of Imam Mehdi and Dajjal as well as about Isa ibn Mariam (sm), read Jerusalem in the Holy Qur'an. Download here for free: www.imranhosein.org

    ReplyDelete
  2. আল্লাহ্‌ আমাদের সঠিক পথ দেখাক। আমিন।

    ReplyDelete