অনুসিদ্ধান্তঃ "কারণ, ব্যাখ্যা করার সময় আমার নাই"
২০১৪ এর গত ২২ দিনে দুনিয়ার বিভিন্ন মুসলিম ভূখণ্ডের ও ময়দানের ঘটে যাওয়া রকমারি ঘটনা থেকে যে বিষয়টি আমার বুঝে আসলো, তা হলঃ
"এখন থেকে বা এ বছর থেকে ইসালামের অথবা মুসলিম পুরুষ বা মুসলিম স্ত্রীলোকের পক্ষে বা বিপক্ষে যে যাই করুক,
হোক সে ইহুদী, নাসারা, মুশরিক কিংবা মুসলিম নাম (যেমনঃ আবদুল্লাহ) ওয়ালা কোন মুনাফিক,
চাই প্রাথমিক ধাক্কায় এদের দ্বারা আমার বা আপনার জীবন চলে যাক,
কিংবা যদি আমার বা আপনার স্ত্রী কন্যার চূড়ান্ত অসম্মানও হয়,
এরা আসলে ইসলামকে বিজয়ের দিকেই নিয়ে যাচ্ছে,
হয়তো সাদা চোখে ধরা পড়ছে না।
বিজয় অর্থ সব সময় এটা নয় যে আমি বা আপনি এই দুনিয়াতেই জিতে যাব,
বরং বিজয়ের তো অর্থ এই যে মৃত্যু আসা পর্যন্ত আমি বা আপনি আল্লাহ ও তার রাসূল (সাঃ) এর আনিত দ্বীনের উপর দৃঢ়পদ আছি,
এমন কি শেষ মুহূর্ত পর্যন্ত।"
কারণ, ব্যাখ্যা করার সময় আমার নাই।
জাস্ট শেষ জামানায় ইসলামের উত্থানের হাদিসগুলো মিলাতে থাকুন, অন্তরদৃষ্টি খুলে রাখুন আর অপেক্ষায় থাকুন।
No comments:
Post a Comment