আমরা কি সেই জাতি?
Bourne Identity/Supremacy/Ultimatum কিংবা Long Kiss Goodnight মুভি গুলি
দেখেছেন কেউ ? না দেখে থাকলে দেখার দরকার নাই কারন আমি আপনাদের hollywood
মুভি দেখতে কখনই suggest করবনা। আমিই আপনাদের কাহিনী বলে দিচ্ছি । মুভি
গুলিতে প্রধান চরিত্রে থাকে একজন বেশ যোগ্যতা সম্পন্য এবং well-trained
একজন এজেন্ট । সে একটি নির্দিষ্ট মিশন এ বের হয় । কিন্তু পথিমধ্যে শত্রুদের
আক্রমনে আক্রান্ত হয়ে তার স্মৃতি বিভ্রাট বা amnesia হয়। ফলে সে ভুলে যায়
নিজের পরিচয়, নিজের যোগ্যতা, নিজের ইতিবৃত্ত এবং সবচেয়ে দুঃখজনক ভাবে ভুলে
যায় নিজের মিশন । নিজের পরিচয় ভুলে যাওয়ার ফলে, যখন সে reflex এর মাধ্যমে
পেঁয়াজ কাটা শুরু করে, সে মনে করে যে সে হয়ত একজন প্রফেসনাল রাধুনি । তেমনি
ভাবে নিজের যোগ্যতা ভুলে যাওয়ার ফলে সে শত্রুদের মাধ্যমে নানা ভাবে পরাস্ত
হয়, আটক হয়। ইতিবৃত্ত ভুলে যাওয়ার জন্য তার যে কত legacy আছে তা ভুলে যায়,
নিজের স্বল্প পরিসরে খুশি থাকে। মিশন ভুলে যাওয়ার ফলে সে তার প্রকৃত
উদ্দেশ্য থেকে দূরে সরে যায়, সাধারন নিম্নতর জীবন ধারন করা শুরু করে। তার
শত্রুরা যখন মারতে আসে তখন সে আশ্চর্য হয় যে আমাকে কেনো মারার চেষ্টা করছে
আমি কি করলাম? এক সময় তো সে তার পুরন শ্ত্রু দের বন্ধু ভাবা শুরু করে,
শত্রুরাও এতে বেশ মজা পায়, বন্ধু বেশে এশে ক্ষতি করে ।
আমার ধারনা
আমাদের মুসলিম জাতির কাহিনী অনেকটা এই মুভি গুলির মতই। মুসলিম জাতি
আল্লাহর রহমতে অত্যন্ত যোগ্যতা সম্পন্য একটি জাতি। শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী
(সা:) এ জাতির পথপ্রদর্শক, সাহাবী ও এবং বাঘা বাঘা আলেম, মুজাহিদ,
মুবাল্লিগ এ পরিপূর্ণ এই জাতি । দের হাজার বছর এর গৌরবময় ইতিহাস আছে এই
জাতির। আল্লাহর প্রদত্ত অবিকৃত কিতাব আর নবীর(সা:) হাদিস এর মত legacy আছে
এই জাতির । এই জাতির পরিচয় এরা মুসলিম, আল্লাহর কাছে যারা সমর্পিত । এই
জাতিরও আল্লাহ প্রদত্ত একটি মিশন আছে - "তোমরাই হলে সর্বোত্তম উম্মত,
মানবজাতির কল্যানের জন্যেই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎকাজের
নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে।"
(কুরআন ৩-১১০) "এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি যাতে
করে তোমরা সাক্ষ্যদাতা হও মানবমন্ডলীর জন্যে এবং যাতে রসূল সাক্ষ্যদাতা হন
তোমাদের জন্য। " (কুরআন ২-১৪৩) ।
কিন্তু colonialism দ্বারা
আক্রান্ত হয়ে এই মুসলিম জাতি তার পরিচয়, তার যোগ্যতা, তার ইতিহাস, তার মিশন
ভুলে গিয়েছে, তাদের হয়েছে collective amnesia বা ব্যপক স্মৃতি বিভ্রাট ।
আজকে মুসলিমরা তার পরিচয় ভুলে গিয়েছে - কোন মুসলিম কে জিজ্ঞাসা করুন আপনি
আপনার কোন জাতির - সে আপনাকে উত্তর দিবে বাঙ্গালি/বাংলাদেশি কিংবা তুর্কি
বা পাকিস্তানি বা মার্কিনী বা ব্রিটিশ- বলবেনা আমি মুসলিম । তার কথা, কাজ,
পোশাক-আশাক, সংস্কৃতি তে আপনি ইসলামের চেয়ে বিজাতিয় ছোঁয়া বেশি পাবেন । সে
ভুলে গিয়েছে তার যোগ্যতা, আজ সে অন্যন্য জাতির কাছে সাহায্য চায়, অন্যন্য
জাতিরা তাকে পরাস্ত করে পদে পদে । ভুলে গিয়েছে দের হাজার বছরের ইতিহাস ও
হাজারও মুসলিম বীরদের বিসর্জন - গুটি কয়েক বছরের স্থানীয় ইতিহাস কে নিজের
ইতিহাস মনে করে । ভুলে গিয়েছে সৃষ্টি কর্তার বানী কুরআন ও নবীর সুন্নাহ কে -
স্থানীয় কিছু লেখক কবির গল্প উপ্যন্যাস গান ইত্যাদি কে নিজের legacy মনে
করে । ভুলে গিয়েছে নিজের মিশন কে - দেশ ও জাতির সেবা ও উন্নয়ন কে নিজেদের
ultimate মিশন মনে করে । মিথ্যার উপর ভিত্তি করে ইসলামের শত্রুরা যখন একের
পর এক ইসলামিক দেশ দখল করে তাদের আক্রান্ত করে তখন সে অবাক হয়ে বলে আমাকে
কেন আক্রমন করছে আমি তো কিছুই করিনাই । মুসলিম জাতির পুরনো শত্রু যেমন
ব্রিটিশ ফ্রেঞ্চ দের, যারা মুসলিম দের বিরুদ্ধে শত শত বছর ক্রুসেড করেছে,
মুসলিম দেশকে নিজের উপনিবেশ করে শত বছর শাসন ও শোষণ করেছে তাদেরকেই পরম
হিতাকাঙ্ক্ষী বন্ধু মনে করে । এই শত্রুরাও সেই সুযোগে মহাসুখে মুসলিমদের
সাথে বন্ধু বন্ধু ভাব করে মুসলিমদেরই সহায়তায় মুসলিমদের দেশ এক এর পর এক
ঠিকই দখল করে নিচ্ছে।
কিন্তু নিরাশ হবেন না - মুভি গুলোতে দেখা
যায় যে প্রধান চরিত্র শ্ত্রুদের কাছ থেকে ঠ্যালা খেয়ে এক পর্যায়ে নিজের
স্মৃতি শক্তি ফিরে পায় । তার মনে পরে যায় নিজের পরিচয়, নিজের যোগ্যতা,
নিজের ইতিবৃত্ত এবং নিজের মিশন। তখন সে সহজেই তার inferior শত্রুদের পরাজিত
করে নিজের মিশন fullfill করে। তেমনি neo-colonialism ঠেলা খেয়ে দিনে দিনে
মুসলিম জাতি তার বিস্মৃত স্মৃতি ফিরে পাচ্ছে । নিজের পরিচয় ইতিহাস যোগ্যতা
মিশন অনুধাবন করতে পারছে । ইনশাআল্লাহ ইসলাম পরিপূর্ণ ভাবে পালনের মাধ্যমে
এই জাতি শিঘ্রই আবার নিজের পূর্বের গৌরবময় অবস্থানে ফেরত যাবে এবং বিজয়
ইসলামেরই হবে ইনশাআল্লাহ ।
প্রশ্ন এই না যে ইসলামের জয় হবে নাকি
না - ইসলামের জয় হবেই ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই । প্রশ্ন হলো তাতে
আপনার কি ভুমিকা থাকবে । আপনি gallery তে বসে উপভোগ করবেন ? নাকি মাঠে নেমে
শিরোপার ভাগিদার হবেন ?
লেখকঃ মাশুক রহমান, কম্পিউটার প্রকৌশলী
No comments:
Post a Comment