(যারা প্রচলিত বিবাহপূর্ব সম্পর্কের ব্যাপারে আল্লাহকে ভয় করেছেন)
নবদম্পতির প্রথম সাক্ষাতের প্রথম এই রাতে নববধূর সাথে স্বামীর আচরণ হবে অত্যন্ত কোমল। বিশেষকরে সে যদি কুমারী হয়। স্বামীকে বুঝতে হবে আজকের এই রাতে নববধূটির জীবনে সূচনা হবে সম্পূর্ণ নতুন এক অধ্যায়ের। ফলে সে বিচলিত বোধ করতে পারে। স্বামীকে সহযোগিতা করতে কিছুটা আড়ষ্ট হতে পারে। কাজেই পাশবিক প্রবৃত্তি নিয়ে তার উপর চড়াও হওয়া যাবে না। যদি প্রথম রাতেই তাকে পুরোপুরি প্রস্তুত মনে না হয়, তাহলে স্বামীর উচিৎ তার জড়তা কাটানোর জন্য চেষ্টা করা এবং প্রয়োজনে চূড়ান্ত মিলনের জন্য একাধিক দিন পর্যন্ত অপেক্ষায় থাকা।
‘আয়েশার (রা) সাথে প্রথম রাতে আল্লাহ্র রাসূলের (সা) আচরণ ছিল অত্যন্ত কোমল ও সংযত। সে রাতে রাসূল (সা) ‘আয়েশাকে (রা) কিছু দুধ পান করতে দেন, তার বান্ধবীদের কিছুক্ষন তার সাথে থাকার সুযোগ দেন এবং তাদের সাথে ঠাট্টার ছলে কথা বলেন – এর সবকিছুই ছিল ‘আয়েশার (রা) মানসিক উৎকণ্ঠা দূর করার জন্য।
আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক। আমীন।
নবদম্পতির প্রথম সাক্ষাতের প্রথম এই রাতে নববধূর সাথে স্বামীর আচরণ হবে অত্যন্ত কোমল। বিশেষকরে সে যদি কুমারী হয়। স্বামীকে বুঝতে হবে আজকের এই রাতে নববধূটির জীবনে সূচনা হবে সম্পূর্ণ নতুন এক অধ্যায়ের। ফলে সে বিচলিত বোধ করতে পারে। স্বামীকে সহযোগিতা করতে কিছুটা আড়ষ্ট হতে পারে। কাজেই পাশবিক প্রবৃত্তি নিয়ে তার উপর চড়াও হওয়া যাবে না। যদি প্রথম রাতেই তাকে পুরোপুরি প্রস্তুত মনে না হয়, তাহলে স্বামীর উচিৎ তার জড়তা কাটানোর জন্য চেষ্টা করা এবং প্রয়োজনে চূড়ান্ত মিলনের জন্য একাধিক দিন পর্যন্ত অপেক্ষায় থাকা।
‘আয়েশার (রা) সাথে প্রথম রাতে আল্লাহ্র রাসূলের (সা) আচরণ ছিল অত্যন্ত কোমল ও সংযত। সে রাতে রাসূল (সা) ‘আয়েশাকে (রা) কিছু দুধ পান করতে দেন, তার বান্ধবীদের কিছুক্ষন তার সাথে থাকার সুযোগ দেন এবং তাদের সাথে ঠাট্টার ছলে কথা বলেন – এর সবকিছুই ছিল ‘আয়েশার (রা) মানসিক উৎকণ্ঠা দূর করার জন্য।
আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক। আমীন।
No comments:
Post a Comment