একটা
গ্রুপে এক বোনের পোস্ট পড়ে আঁতকে উঠলাম! তিনি যা লিখেছেন তার সারকাহিনী
মোটামুটি এরকম... ... পোস্টদাতার এক আত্মীয় ইন্তিকাল করায় সে বাসায় যখন
শোকের মাতম চলছে, ঠিক এমন সময় ঐ বাসার ৬/৭ বছরের একটা বাচ্চা এসে সবার
সামনে তার মাকে জিজ্ঞেস করল, "মা, দাদুকে কখন আগুনে পোড়াতে নিয়ে যাবে?"
(নাঊযুবিল্লাহ!!!!)
আচ্ছা, আমরা কোন অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি? তথাকথিত 'ধর্মনিরপেক্ষ'(?), 'প্রগতিশীল'(!), 'মুক্তচিন্তা'(?) চর্চা করতে করতে আর নিজেদের ইসলাম-এর ন্যূনতম মৌলিক বিধানগুলোকেও তুচ্ছ করে দেখতে দেখতে আমরা আর কতদিন কাটাবো? ঘরে ঘরে প্রতিদিন ভারতীয় সিরিয়ালের উৎসবের কল্যাণে(?) ফুলের মত এসব নিষ্পাপ শিশুরা ছোট থেকেই যখন নিজ বুদ্ধি থেকে শিখে নেয় যে কেউ মারা গেলে তাকে 'আগুনে পোড়াতে' হয় (এটা তো উদাহরণমাত্র, বাচ্চারা যা দেখে তা-ই তাদের মাথায় গেঁথে যায়), তখন বড় হলে যে তারা সঠিক পথের সন্ধান পাবে, তা আমরা কিভাবে আশা করি??
দেশের অস্থির পরিস্থিতি নিয়ে চারিদিকে তুমুল আলোচনা-সমালোচনা, চিন্তাভাবনা। কিন্তু পরিবারের ভিতরের অস্থিরতাই যদি দূর করা না যায়, তবে দেশ স্থির হওয়ার আশা করা অনর্থক নয় কি? নতুন প্রজন্মকে আমরা যে পরিবেশে গড়ে তুলছি, তাতে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়ংকর বৈ স্বাভাবিক হবে, এমনটা আমি ভাবতে পারছি না।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক বিবেক-বুদ্ধি দান করুন।
আচ্ছা, আমরা কোন অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি? তথাকথিত 'ধর্মনিরপেক্ষ'(?), 'প্রগতিশীল'(!), 'মুক্তচিন্তা'(?) চর্চা করতে করতে আর নিজেদের ইসলাম-এর ন্যূনতম মৌলিক বিধানগুলোকেও তুচ্ছ করে দেখতে দেখতে আমরা আর কতদিন কাটাবো? ঘরে ঘরে প্রতিদিন ভারতীয় সিরিয়ালের উৎসবের কল্যাণে(?) ফুলের মত এসব নিষ্পাপ শিশুরা ছোট থেকেই যখন নিজ বুদ্ধি থেকে শিখে নেয় যে কেউ মারা গেলে তাকে 'আগুনে পোড়াতে' হয় (এটা তো উদাহরণমাত্র, বাচ্চারা যা দেখে তা-ই তাদের মাথায় গেঁথে যায়), তখন বড় হলে যে তারা সঠিক পথের সন্ধান পাবে, তা আমরা কিভাবে আশা করি??
দেশের অস্থির পরিস্থিতি নিয়ে চারিদিকে তুমুল আলোচনা-সমালোচনা, চিন্তাভাবনা। কিন্তু পরিবারের ভিতরের অস্থিরতাই যদি দূর করা না যায়, তবে দেশ স্থির হওয়ার আশা করা অনর্থক নয় কি? নতুন প্রজন্মকে আমরা যে পরিবেশে গড়ে তুলছি, তাতে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়ংকর বৈ স্বাভাবিক হবে, এমনটা আমি ভাবতে পারছি না।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক বিবেক-বুদ্ধি দান করুন।
No comments:
Post a Comment