Tuesday, June 25, 2013

একটা আজব কথা প্রায় শুনি

একটা আজব কথা প্রায় শুনি ।

হয়তো কোন ছেলে চারিত্রিক দিক থেকে বেশ খারাপ , 
৫টা প্রেম , সবার সাথে শারীরিক সর্ম্পকও বজায় রাখে ,
বন্ধু মহলে বেশ সমাদৃত , মাস্টার কী নামে পরিচিত ।
তাকে যদি জিগাসা করা হয় , "এমন করছো কেন ?"
উওর : "এখনিতো সময় , বিয়ের পর সব ঠিক হয়ে যাবে ।"
ওয়াও ।
তা হলে আপনাকে এটা পতিতাকে বিয়ে করিয়ে দেই ,
যে আর ভবিষ্যতে এমন কিছু করবে না।

... আবার কোন কোন মেয়ে একাধিক প্রেম ,অন্যের
টাকা খাচ্ছে , মা বাবাকে ধোঁকা দিচ্ছে । কিছু বললে ,
"আরে বিয়ের পর এক স্বামীর ঘরই করবো ।"

আসলেই কি তা সম্ভব হচ্ছে ? তা হলে কেন আজ
সমাজে পরকিয়া , ডির্ভোস , প্রেমেরকারনে সন্তান
হত্যার মত ঘটনা ঘটছে ।

আমরা মানুষ , আমরা একদিনে বদলাতে পারবো না ,
চরিএ একদিনে গড়ে উঠবে না ।
শুধু বিয়ের ফলে আপনি আমূল বদলে যাবেন ?

এটা সম্ভব না ।
তাই নিজের চরিএ আগে থেকেই গড়তে হয় ,
নয়তো কথনোই শান্তি পাবেন না ।

No comments:

Post a Comment