হযরত আবু সাঈদ খুদরি (রাঃ) থেকে বর্ণিত,
তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিঃসন্দেহে
তোমরা তোমাদের পূর্ববর্তী উম্মতদের রীতির অনুসরণ করবে – এক বিঘতের বিপরীতে এক
বিঘত, এক হাতের বিপরীতে এক হাত ( অর্থাৎ হুবহু)। এমনকি তারা যদি কোন গুই সাপের
গর্তে প্রবেশ করে, তোমরা তারও অনুসরণ করবে”। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর
রাসুল, আপনি কি ইহুদি খ্রিষ্টানদের কথা বলছেন? উত্তরে তিনি বললেন, “আর কারা?” (সহীহ
বুখারী খণ্ড ৩, পৃষ্ঠা ১২৭৪; সহীহ মুসলিম খণ্ড ৪, পৃষ্ঠা ২০৫৪; সহীহ ইবনে হিব্বান
খণ্ড ১৫, পৃষ্ঠা ১৯৫)
পূর্ববর্তী উম্মত, তথা ইহুদি খ্রিষ্টান
যেসব ব্যাধিতে আক্রান্ত ছিল, বর্তমান যুগের মুসলমানরাও সেসব ব্যাধিতে আক্রান্ত।
যেমন, ব্যাভিচার, বিবাহপূর্ব সম্পর্ক (গার্ল ফ্রেণ্ড বয় ফ্রেন্ড রীতি), মদপান, জুয়া,
বেঈমানি, অন্যায় হত্যা, আল্লাহর কিতাবের বিকৃতি সাধন, নবীর আদর্শ ও শিক্ষায় মনগড়া
সংযোজন-বিয়োজন, দীনের সেই বিষয়গুলোর উপর হামলা করা, নিজের কাছে যে জিনিস ভালো লাগে
তা মানা আর যেগুলো কষ্টকর বলে মনে হয় তা পরিত্যাগ করা, এতিম বিধবাদের সম্পদ ভোগ
করা ইত্যাদি।
No comments:
Post a Comment