Sunday, April 19, 2015

========একটি পরামর্শমূলক বৈষয়িক আলোচনা==========

প্রশ্নকারীঃ ভাই, আসসালামু আলাইকুম। আমার একটা বিষয়ে প্রশ্ন আছে।

উত্তরদাতাঃ ওয়ালাইকুম আসসালাম। আপনি একটা বিষয়েই প্রশ্ন করবেন প্লিজ।

প্রশ্নকারীঃ আমি আমার একটি ফ্ল্যাট এবং আমার বন্ধু তার এক খণ্ড জমি বিক্রি করতে চাচ্ছি, কিন্তু বিক্রি বাজারে মন্দাভাব থাকায় মনের মতো দাম পাচ্ছি না, আমার কি করনীয়? আরও কিছুদিন অপেক্ষা করব? করলে কতদিন পর্যন্ত অপেক্ষা করা উচিত হবে?

উত্তরদাতাঃ ওয়ালাইকুম আসসালাম। আপনি এবং আপনার বন্ধু কি শেষ জামানার যুদ্ধ-বিগ্রহ বিষয়ক হাদিসে বর্ণিত নিচের কোনো ভূখণ্ডের অন্তর্গত?

১। মাগরিব (লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, মউরোতানিয়া,সাহারা)
২। আল মিছর (মিশর)
৩।শাম ( সিরিয়া, জর্ডান, লেবানন, প্যালেস্টাইন)
৪।জাজিরাতুল আরব (সৌদি আরব,বাহরাইন, ওমান, কাতার, আরব আমিরাত)
৫।ইয়েমেন
৬। আল আরাক (ইরাক ও কুয়েত)
৭। ফারিস (ইরান)
৮।বৃহত্তর খোরাসান (যার কেন্দ্রভূমি আফগানিস্তান, যার বিস্তৃতি উত্তর-পশ্চিম আফগানিস্তান - হেরাত, বালখ, কাবুল, গাজনি, কান্দাহার দিয়ে বিস্তৃত, উত্তর ও দক্ষিন-পূর্ব উজবেকিস্তান -সামারকান্দ, বুখারা, সেহরিসাবজ, আমু নদী ও সীর নদীর মধ্যাঞ্চল দিয়ে বিস্তৃত, উত্তর-পূর্ব ইরান - নিশাপুর, তুশ, মাসহাদ, গুরগান, দামাঘান দিয়ে বিস্তৃত, দক্ষিন তুর্কমেনিস্তান -মেরি প্রদেশ – মার্ভ, সানজান, দক্ষিন কাজিকিস্তান, উত্তর ও পশ্চিম পাকিস্তান -মালাকান্দ, সোয়াত, দীর ও চিত্রাল, উত্তর পশ্চিম তাজিকিস্তান - সুগ্ধ প্রদেশের খোজান্দ, পাঞ্জাকেন্ত দিয়ে বিস্তৃত
৯। হিন্দ (পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল,ভুটান)
১০। কনস্ট্যান্টিনোপল (তুরস্ক)
১১। খাজার সাম্রাজ্য (রাশিয়া)
১২। আধুনিক রোমান সাম্রাজ্য (মূল ইউরোপ,কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র)

প্রশ্নকারীঃ আমি ও আমার বন্ধু হিন্দের অন্তর্গত বাংলাদেশে অবস্থান করছি।

উত্তরদাতাঃ বিক্রির বর্তমান চেষ্টা অব্যাহত রাখা উচিত এবং চাহিদার কিছুটা কাছাকাছি পেলেও বিক্রি করাই উত্তম। তবে ২০১৮ সালের মধ্যে (অর্থাৎ ২০১৯ সালের পূর্বে) বিক্রি করা সর্বত্তম।

প্রশ্নকারীঃ যদি এর পরেও অপেক্ষা করি?

উত্তরদাতাঃ ইনশাল্লাহ, বিশ্ব ও হিন্দ (পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল,ভুটান) এর চলমান সময় এবং আনে ওয়ালা পরিস্থিতি ২০১৯ সাল নাগাদ এই উত্তরের যথার্থতা উপব্ধিতে সাহায্য করবে।

প্রশ্নকারীঃ জাজাকাল্লাহ খাইর।

No comments:

Post a Comment