Sunday, March 30, 2014

বিষয়ঃ জাতীয়তাবাদের চেতনাধারীদের অগ্নি পরীক্ষা কবে হবে?

আল্লাহর সরাসরি নির্বাচিত খলীফা মাহদি যখন নবুওতের আদলে খেলাফত প্রতিষ্ঠার কাজ শুরু করবেন,

যখন সকল মুসলিম ভূখণ্ডকে একটি ভূখণ্ডের মত দুনিয়ার বুকে পরিচয় করিয়ে দেওয়া হবে, ভেঙ্গে যাবে সীমান্তের ধারণা......

উড়িয়ে দেওয়া হবে একটি পতাকা কালিমা খচিত  ...... লুটিয়ে পড়বে মুসলিম ভূখণ্ডগুলোর রঙিন পতাকা......

সাদার ভিতরে কালো কালিমা খচিত খেলাফতের পতাকা ‘লিওয়া’ আর কালোর ভিতরে সাদা কালিমা খচিত মুসলিম সেনা (মুজাহিদ) বাহিনীর পতাকা ‘উকাবা’  

কি হবে তখন এই সকল ভূখণ্ডগুলোর জাতীয়তাবাদের চেতনাধারী রাজনৈতিক দলগুলো ও তার নেতা কর্মীদের কার্যক্রম... ?

তখন এই ৫৭ টি মুসলিম ভূখণ্ডের (ওআইসি অনুযায়ী) স্বাধীনতা স্বার্বভৌমত্ত কি তখন হুমকির সম্মুখীন হবে না ?

তখন এই ভূখণ্ড গুলোর জাতীয়তাবাদের চেতনাধারী সশস্ত্র বাহিনীর কাজ কি হবে?

মাহদি তার অনুসারীদের বিরুদ্ধে ঝাপিয়ে পড়া?

তখন জাতীয়তাবাদের চেতনাধারীরা কি করবে?

"একদিকে জাতীয়তাবাদের রঙিন পতাকার ডাক আর একদিকে একত্ববাদের কালিমা খচিত পতাকার ডাক"

আসুন, জেনে নেই, প্রায় সাড়ে ১৪০০ বছরের কালিমা খচিত পতাকার বিপরীতে একক সীমান্তের দাবীদার এই ৫৭ টি রঙিন পতাকার বয়স।

১। সৌদি আরব, ১৯৩২, রঙিন পতাকার বয়স ৮২ বছর। 
২। সংযুক্ত আরব আমিরাত ১৯৭১, রঙিন পতাকার বয়স ৪৩ বছর। 
৩। মালয়েশিয়া ১৯৫৭, রঙিন পতাকার বয়স ৫৭ বছর। 
৪। তুরস্ক ১৯২৩, রঙিন পতাকার বয়স ৯১ বছর। 
৫। ইন্দোনেশিয়া ১৯৪৫, রঙিন পতাকার বয়স ৬৯ বছর। 
৬। ইসলামিক রিপাবলিক অফ ইরান, রঙিন পতাকার বয়স ৩৫ বছর। 
৭। নাইজেরিয়া ১৯৬০, রঙিন পতাকার বয়স ৫৪ বছর। 
৮। আলজেরিয়া ১৯৬২, রঙিন পতাকার বয়স ৫২ বছর। 
৯। কুয়েত ১৯৬১, রঙিন পতাকার বয়স ৫৩ বছর। 
১০। লিবিয়া ১৯৫১, রঙিন পতাকার বয়স ৬৩ বছর।
১১। কাজাকস্থান ১৯৯২, রঙিন পতাকার বয়স ২২ বছর। 
১২। কাতার ১৯৭১, রঙিন পতাকার বয়স ৪৩ বছর। 
১৩। ওমান ১৯৭০, রঙিন পতাকার বয়স ৪৪ বছর। 
১৪। ইরাক ১৯৩২ থেকে এপর্যন্ত পতাকা পরিবর্তন হয়েছে ৭ বার। বর্তমানটি ৮ম। এটির বয়স ২০০৮ থেকে ৬ বছর।
১৫। পাকিস্তান ১৯৪৭, রঙিন পতাকার বয়স ৬৭ বছর।
১৬। মিশর ১৯২২ থেকে এ পর্যন্ত পতাকা পরিবর্তিত হয়েছে ৪ বার। বর্তমানটি ৫ম। এটির বয়স ১৯৮৪ থেকে ৩০ বছর।
১৭। বাহরাইন ১৯৭১ থেকে এ পর্যন্ত পতাকা পরিবর্তিত হয়েছে ২ বার। বর্তমানটি ৩য়। এটির বয়স ২০০২ থেকে ১২ বছর।
১৮। তিউনিসিয়া ১৯৫৬, রঙিন পতাকার বয়স ৫৮ বছর।
১৯। মরক্কো ১৯৫৬, রঙিন পতাকার বয়স ৫৮ বছর।
২০। বাংলাদেশ ১৯৪৭ সালে ইংরেজদের থেকে মুক্ত হবার পর পতাকা পরিবর্তিত হয়েছে ১ বার। বর্তমানটি ২য়। এটির বয়স ১৯৭১ থেকে ৪৩ বছর।
২১। সুদান ১৯৫৬ থেকে এ পর্যন্ত পতাকা পরিবর্তিত হয়েছে ১ বার। বর্তমানটি ২য়। এটির বয়স ১৯৭০ থেকে ৪৪ বছর।
২২। আইভরি কোস্ট ১৯৬০, রঙিন পতাকার বয়স ৫৪ বছর। 
২৩। ইয়েমেন ১৯৬৭ থেকে এ পর্যন্ত পতাকা পরিবর্তিত হয়েছে ১ বার। বর্তমানটি ২য়। এটির বয়স ১৯৯০ থেকে ২৪ বছর।
২৪। সিরিয়া ১৯৪৬ থেকে এ পর্যন্ত পতাকা পরিবর্তিত হয়েছে ৫ বার। বর্তমানটি ষষ্ঠ। এটির বয়স ১৯৮০ থেকে ৩৪ বছর।
২৫। আজারবাইজান ১৯৯১, রঙিন পতাকার বয়স ২৩ বছর। 
২৬। গ্যাবন ১৯৬০, রঙিন পতাকার বয়স ৫৪ বছর।
২৭। উজবেকিস্তান ১৯৯১, রঙিন পতাকার বয়স ২৩ বছর।
২৮তুর্কমেনিস্তান ১৯৯১, রঙিন পতাকার বয়স ২৩ বছর। 
২৯। ব্রুনাই ১৯৮৪, রঙিন পতাকার বয়স ৩০ বছর। 
৩০। জর্ডান ১৯৪৬, রঙিন পতাকার বয়স ৬৮ বছর। 
৩১। ক্যামেরুন ১৯৬১ থেকে এ পর্যন্ত পতাকা পরিবর্তিত হয়েছে ১ বার। বর্তমানটি ২য়। এটির বয়স ১৯৭৫ থেকে ৩৯ বছর।
৩২। চাঁদ ১৯৬০, রঙিন পতাকার বয়স ৫৪ বছর।  
৩৩। লেবানন ১৯৪৩, রঙিন পতাকার বয়স ৭১ বছর। 
৩৪। মোজাম্বিক ১৯৭৫ থেকে এ পর্যন্ত পতাকা পরিবর্তিত হয়েছে ১ বার। বর্তমানটি ২য়। এটির বয়স ১৯৮৩ থেকে ৩১ বছর।
৩৫। সেনেগাল ১৯৬০, রঙিন পতাকার বয়স ৫৪ বছর।
৩৬। তাজিকিস্তান ১৯৯১, রঙিন পতাকার বয়স ২৩ বছর। 
৩৭। সুরিনাম ১৯৭৫, রঙিন পতাকার বয়স ৩৯ বছর। 
৩৮। বেনিন ১৯৬০। রঙিন পতাকার বয়স ৫৪ বছর। এর মাঝে ১৯৭৫ থেকে ১৯৯০ পর্যন্ত একটি পরিবর্তিত পতাকা ব্যবহারের পরে আবার ১৯৬০ সালের পতাকায় ফিরে যায়।
৩৯। মৌরিতানিয়া ১৯৬০, রঙিন পতাকার বয়স ৫৪ বছর।
৪০। উগান্ডা ১৯৬২, রঙিন পতাকার বয়স ৫২ বছর।
৪১। টোগো ১৯৬০, রঙিন পতাকার বয়স ৫৪ বছর।
৪২। কিরগিস্তান ১৯৯১, রঙিন পতাকার বয়স ২৩ বছর। 
৪৩। আলবেনিয়া ১৯৪৪ থেকে এ পর্যন্ত পতাকা পরিবর্তিত হয়েছে ১ বার। বর্তমানটি ২য়। এটির বয়স ১৯৯২ থেকে ২২ বছর।
৪৪। গিনি ১৯৫৮, রঙিন পতাকার বয়স ৫৬ বছর।
৪৫। গুয়েনা ১৯৬৬, রঙিন পতাকার বয়স ৪৮ বছর। 
৪৬। আফগানিস্তান ১৯১৯ থেকে এ পর্যন্ত পতাকা পরিবর্তিত হয়েছে ১৮ বার। বর্তমানটি ১৯ তম। এটির বয়স ২০০৪ থেকে ১০ বছর।
৪৭। বারকিনা ফাসো ১৯৬০। বর্তমান পতাকার বয়স ১৯৮৪ সাল থেকে ৩০ বছর।
৪৮। মালি ১৯৬০, রঙিন পতাকার বয়স ৫৪ বছর।
৪৯। ডি জিবুতি ১৯৭৭, রঙিন পতাকার বয়স ৩৭ বছর।
৫০। সোমালিয়া ১৯৬০, রঙিন পতাকার বয়স ৫৪ বছর।
৫১। নাইজার ১৯৬০, রঙিন পতাকার বয়স ৫৪ বছর।
৫২। সিয়েরা লিওন ১৯৬১, রঙিন পতাকার বয়স ৫৩ বছর।
৫৩। জাম্বিয়া ১৯৬৫, রঙিন পতাকার বয়স ৪৯ বছর।
৫৪। মালদ্বীপ ১৯৬৫, রঙিন পতাকার বয়স ৪৯ বছর।
৫৫। গিনি বিসাও ১৯৭৩, রঙিন পতাকার বয়স ৪১ বছর।
৫৬। কমোরোস ১৯৭৫ থেকে এ পর্যন্ত পতাকা পরিবর্তিত হয়েছে ৫ বার। বর্তমানটি ষষ্ট। এটির বয়স ২০০১ থেকে ১৩ বছর।
৫৭। ফিলিস্তিন ১৯৬৪, রঙিন পতাকার বয়স ৫০ বছর।

No comments:

Post a Comment