Monday, March 3, 2014

আরব সাগরের মার্কিন নৌ বহরগুলো কিসের আলামত বহন করে?

হযরত কা’ব (রাঃ) বলেছেন, 

“অদূর ভবিষ্যতে পূর্বাঞ্চলীয় সমুদ্র সুদূর হয়ে যাবে। এমনকি তাতে কোন নৌযান চলাচল করবে না এবং সেটি অতিক্রম করে এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে যেতে পারবে না। এমনটি ঘটবে মহাযুদ্ধের সময় আর তা ঘটবে মাহদির আবির্ভাবের কালে”।

(আসসুনানুল ওয়ারিদাতুল ফিল ফিতান)

এখানে পূর্বাঞ্চলীয় সমুদ্র দ্বারা উদ্দেশ্য আরব সাগর। দূরে চলে যাওয়ার মানে, তার নিকটে পৌঁছানো কঠিন হয়ে যাবে, যার ফলে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাবে। 

আপনি পৃথিবীর মানচিত্র খুলুন। 

আমেরিকার নৌবহরগুলো এখন যেখানে অবস্থান করছে, সেটিতে চোখ রাখুন। এই বর্ণনাটি খুব সহজে আপনার বুঝে আসবে। পাকিস্তানের করাচীর উপকূল থেকে নিয়ে সোমালিয়া পর্যন্ত প্রতিটি নৌপথ বিশ্ব কুফরি শক্তির দখলে। এগারই সেপ্টেম্বরের ঘটনার পর ভারত সাগর ও আরব সাগরে যাতায়াতকারী জাহাজগুলোর চেকিং খুব বেশি কড়া হয়ে গেছে। বিশেষ করে পাকিস্তান থেকে গমনকারী জাহাজগুলোর চেকিং খুব বেশি কড়া হয়ে গেছে। ভবিষ্যতে আরও কঠোর হয়ে যাবে, যার ফলে সমুদ্রপথে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া দুষ্কর হয়ে পড়বে। 

আপনি যদি পৃথিবীর মানচিত্রে চোখ বোলান, তাহলে দেখতে পাবেন, বর্তমানে রোমান মহাজোটের নেতৃত্বদানকারী মার্কিন সেনাবাহিনী মক্কা ও মদিনার চারদিক অবরুদ্ধ করে রেখেছে। সব কটি নদীপথের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত। অনুরূপ স্থলপথেও এই দুটি শহরকে তারা পুরোপুরি নিজেদের আয়ত্তে নিয়ে রেখেছে। 

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, যেন দাজ্জালি শক্তি তথা রোমান মহাজোটের নেতৃত্বদানকারী মার্কিন নৌ ও সেনাবাহিনী হযরত মাহদি অভিমুখী রসদ ও বাহিনীকে চতুর্দিক থেকে প্রতিহত করতে পূর্ণ প্রস্তুত এবং সেই বিশেষ স্থানগুলোর উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় গলদঘর্ম, যে সব স্থান থেকে হযরত মাহদির সাহায্যার্থে মুজাহিদ বাহিনীর আগমন ঘটতে পারে।

No comments:

Post a Comment