Wednesday, September 4, 2013

কুইজঃ ৩

রাসূল (সাঃ) এর বর্ণিত "মালহামা" (মহাযুদ্ধ) এ নেতৃত্বদানকারী ইমাম মেহেদী (আঃ) আসার আগ দিয়ে দুটি ভূখণ্ডে অনারব ও পশ্চিমাদের পক্ষ থেকে অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে বলে রাসূল (সাঃ) তার উম্মতকে জানিয়েছেন। ভূখণ্ড দুইটির নাম কি? হাদিসটি সরাসরি বর্ণনা করলে ভালো।

উত্তরঃ হযরত জাবির ইবনে আবদুল্লাহ বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

‘সেই সময়টি অতি নিকটে, যখন ইরাকিদের উপর অর্থ ও খাদ্যের অবরোধ আরোপ করা হবে’। একথাটি বলার পর নবীজি (সাঃ) কে জিজ্ঞেস করা হল, এই অবরোধ কার পক্ষ থেকে আরোপ করা হবে? উত্তরে তিনি বললেন, ‘অনারবদের পক্ষ থেকে’। তারপর কিছু সময় নীরব থাকার পর পুনরায় বললেন, ‘সেই সময়টিও বেশি দূরে নয়, যখন শামের (সিরিয়া, জর্ডান, লেবানন, প্যালেস্টাইন ও ইসরাইল) অধিবাসীদের উপরও অবরোধ আরোপ করা হবে’। জিজ্ঞেস করা হল, এই অবরোধ কার পক্ষ থেকে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘ রোমের অধিবাসীদের (পশ্চিমাদের) পক্ষ থেকে’। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘আমার উম্মতের মধ্যে এমন এক খলীফার (ইমাম মেহেদী) আবির্ভাব ঘটবে, যে মানুষকে মুঠি ভরে ভরে সম্পদ দান করবে এবং কোন হিসাব গণনা করবে না’।

(মুসতাদরাকে হাকেম, খণ্ড ৪, পৃষ্ঠা ৪৫৬)

No comments:

Post a Comment