Thursday, July 4, 2013

দাজ্জালের আগমন অস্বীকার করা

হযরত ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেন, আমীরুল মুমিনীন হযরত ওমর(রাঃ) একদিন ভাষণ দিলেন। তাতে তিনি বললেন,

“অদূর ভবিষ্যতে এই উম্মতের মধ্যে এমন এক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটবে, যারা রজমকে (ব্যভিচারের দায়ে পাথর নিক্ষেপে হত্যা করার দণ্ডবিধি) অস্বীকার করবে, দাজ্জালের আগমনকে অস্বীকার করবে, কবর আজাবকে অস্বীকার করবে, সুপারিশ অস্বীকার করবে এবং একদল গুনাহগার মুসলমান জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করার আকীদাকে অস্বীকার করবে”। (ফাতহুল বারী খণ্ড ১১, পৃষ্ঠা ৪২৬)

ইহুদী খ্রিষ্টানদের অর্থে প্রতিপালিত বেসরকারি সংস্থাগুলো তাদের প্রভুদের পরিকল্পনায় নিত্যদিন ইসলামী বিধিবিধান নিয়ে ঠাট্টা মশকরা ও তুচ্ছ তাচ্ছিল্য করে চলছে এবং ইসলামী চিন্তা চেতনা ও বোধ-বিশ্বাসকে মানুষের জীবন থেকে চিরতরে মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে। ইসলাম, ইসলামী আইন ও ফতোয়া ইত্যাদি নিয়ে এমনভাবে আলোচনা চলছে, যেন এসব কোন মানুষের তৈরি আইন। হাল আমলে বিভিন্ন দেশের এমন কিছু বুদ্ধিজীবি-চিন্তাবিদের আবির্ভাব ঘটেছে, যারা বিভিন্ন ব্লগ ও টক শোতে রজম ও অন্যান্য ইসলামী দণ্ডবিধিকে এযুগে অচল সাব্যস্ত করছে। তাছাড়া দাজ্জালের আগমনকে অস্বীকার করার মতো লোকও বর্তমান যুগে বিদ্যমান রয়েছে। ভবিষ্যতে বিষয়টিকে ‘বিতর্কিত’ বানিয়ে ফেলা হবে, তাতে কোনই সন্দেহ নেই।

No comments:

Post a Comment