Sunday, July 21, 2013

মানুষ হাদিস অস্বীকার করবে

সাহাবী হযরত মিকদাম ইবনে মা’দিকারীব (রাঃ) বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

“সাবধান! অবশ্যই আমাকে কুরআন দেওয়া হয়েছে এবং কুরআনের মতো আরও বিধানও প্রদত্ত হয়েছে। মনে রেখো এমন এককাল আসবে যখন উদ্র-ভারি অনেক ব্যক্তি স্বীয় আরাম কেন্দ্রে উপবিষ্ট থাকবে এবং বলবে, কুরআনই যথেষ্ট। এর মধ্যে যেটা হালাল বলা আছে সেটাকে হালাল মনে করবে, আর যেটাকে হারাম বলা হয়েছে সেটাকে হারাম মনে করবে। (হাদিসের কোন প্রয়োজন নেই) অথচ কোন বিষয় হারাম বলে বিবেচিত হওয়ার জন্যে রাসুলের নির্দেশ ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ আল্লাহর কালাম”। (মিশকাত শরীফ)

দীর্ঘকাল থেকেই আমরা এই হাদিসের বাস্তবায়ন লক্ষ্য করছি। উদর ভারী ধনী লোকেরা – যারা অর্থের নেশায় বেসামাল এবং যারা সামান্য কিছু পড়াশুনাও করে ফেলেছে তারা পবিত্র কুরআনকে হেদায়েতের জন্য যথেষ্ট মনে করে। হাদিসের বিস্তারিত নির্দেশনা যেহেতু বোঝা মনে করে তাই হাদিসকে শরীয়তের অকাট্য দলীল বলেই স্বীকার করে না। অথচ বাস্তব সত্য হল, কুরআনের বিধানাবলী হাদিসের ভাষ্য ছাড়া বুঝা সম্ভবই নয়। কুরআনে বিধৃত বিধানাবলীর পূর্ণাঙ্গ রূপরেখাই চিত্রিত-বর্ণিত হয়েছে প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র হাদিস শরীফে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছেঃ 

“রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ কর আর যা থেকে বিরত রাখেন তা থেকে বিরত থাক”।

No comments:

Post a Comment