Monday, June 24, 2013

ভুল সংশোধনঃ সিরিয়া বিপ্লব ও পশ্চিমা সাহায্য

বিঃ দ্রঃ শুক্রবারের আনুষ্ঠানিক নামাজ নির্ভর ব্যক্তি/১,৪৭,৫৭০ বঃকিঃ এর ইসলাম নিয়েই সন্তুস্ট/ BBC-CNN যাদের শেষ উৎস তাদের জন্য নহে

সিরিয়ার যে বিদ্রোহীরা ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন, তাদের প্রতি বাংলাদেশের অনেক ভাইদের ভুল ধারনা আছে। সবাই মনে করছেন তারা আমেরিকার সাথে যুক্ত বা তাদের জন্য কাজ করছেন।

এটা ঠিক যে বাশারের বিপক্ষে এই যুদ্ধের প্রথম দিকে বিদ্রোহীরা কি চায় বা তারা একই উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে কিনা সেটা বুঝা যায় নি। কিন্তু কয়েকদিন যেতে ব্যাপার গুলো পরিষ্কার হয়ে গিয়েছে - আসলে সিরিয়ার সব বিদ্রোহী গ্রুপগুলোকে দু'ভাগে ভাগ করা যায়।

প্রথম ভাগের গ্রুপগুলো যারা ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়। এদের মাঝে সবচেয়ে বড় ব্রিগেডের নাম হচ্ছে জাহাবাত আল-নুসরাহ। এছাড়াও আনসার-খিলাফাহ , আল-মুহাজিরিন ইত্যাদি বড় ছোট অনেক গ্রুপই আছে।

দ্বিতীয় ভাগে আছে তার বাশারের পতন চায় কিন্তু তারা সেক্যুলার রাষ্ট্র প্রতিষ্টা করতে চায়।

দুঃখের বিষয় হচ্ছে যখন আমেরিকা সিরিয়ার বিদ্রোহীদের সাহায্য করছে -এমন খবর ছাপে তখন অনেকে ধরেই নেনে যে এই সাহায্য সকলকে করা হচ্ছে।

এর মাঝে গত ৩০ শে মে জাহাবাত আল-নুসরাহকে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ "আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী" হিসাবে তালিকাভুক্ত করেছে।

কিন্তু আমেরিকা এই সব সাহায্য সেক্যুলার বিদ্রোহীদের করে আসছে প্রথম থেকেই এবং এই সাহয্যের সাথে প্রথম গ্রুপের কোন সম্পর্ক নেই। আমরা সবাই জানি আমেরিকা তার সাম্রাজ্যবাদকে প্রচার করার অন্যতম মোক্ষম অস্ত্র হল মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমে তারা খবরগুলোকে তিল কে তাল হিসেবে উপস্থাপন করে। অবাক করার বিষয় হচ্ছে আমাদের মুসলিম ভাইয়েরাও সেগুলো অকপটে বিশ্বাস করেন। যারা ইসলামের পুনর্জাগরনকে আটকাতে শত বছর ধরে পরিকল্পনা করছে তারাই ইসলামের বিপ্লব কে সাপোর্ট দিবে এই চিন্তা সুস্থ মস্তিষ্কের মানুষ কজরতে পারে না।

দেখুন অস্ত্র সাহয্যের ব্যাপারে নিউ ইয়র্ক টাইমস অনেক আগেই বলেছে

The New York Times confirmed: “The weapons’ distribution has been principally to armed groups viewed as nationalist and secular, and appears to have been intended to bypass the jihadist groups whose roles in the war have alarmed Western and regional powers."

আল্লাহ মুমিনদেরকে যে কোন ধরনের ধোঁকা থেকে রক্ষা করুন।

1 comment:

  1. ৩ য় প্যারা দেখুনঃ http://www.nytimes.com/2013/02/26/world/middleeast/in-shift-saudis-are-said-to-arm-rebels-in-syria.html?pagewanted=all&_r=0

    ReplyDelete