মহিলাদে’র কবরস্থানে যাওয়ার অনুমোদন আছে কি?
মুসলিম পুরুষে’র কবরস্থানে যাতায়াত করা সুন্নাহ এবং কবরস্থানে যাতায়াত করলে পরকাল’কে বেশি বেশি স্বরণ হবে।
রাসূল আল্লাহ সাল্লাল লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেনঃ “একসময় আমি
তোমাদের’কে কবরস্থানে যাতায়াত করতে নিষেধ করেছিলাম, কিন্তু পরবর্তিতে আমি
তোমাদের সেখানে যাতায়াত করা’র অনুমতি প্রদান করেছি, তার কারণ, কবরস্থানে
যাতায়াত পরকালকে অধিক মনে করিয়ে দেয়।” [মুসলিম]
অন্য একটি রেওয়াতে আছে, “…কারণ, কবরস্থানে যাতায়াত মন’কে নরম করে, চোখে
অশ্রু আনে এবং পরকাল’কে মনে করিয়ে দেয়… [সাহিহ্ আল জামী; ৪৫৮৪]
কিন্তু মহিলাদে’র কবরস্থানে যাতায়াতে’র ব্যপারে আলেম ওলামাগণে’র মধ্যে মত পার্থক্য রয়েছে। যেমনঃ
১। মহিলাদে’র কবরস্থানে যাতায়াত অনুমদিত ও পছন্দনীয় এবং সেখানে যাওয়ার ব্যপারে পুরুষে’র মতই তাদে’র নিয়ম।
২। এটি মাকরূহ (নিন্দনীয় কাজ)। অধিকাংশ ওলামাগণে’র এটাই মত।
৩। এটি মহিলাদে’র জন্য নিষিদ্ধ। সম্ভবত এই মতই সবচেয়ে সঠিক মত, যা নিম্নে’র সহিহ্ হাদিসমূহ দ্বারা প্রমানীত।
রাসূল আল্লাহ সাল্লাল লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেনঃ “আল্লাহ সুবহানা
হুয়া তাআলা ঐ সব মহিলাদে’র অভিশাপ করেন যারা প্রায়শই কবরস্থানে যাতায়াত
করে।” [আহমেদ, তিরমিজী ও ইবন মাজাহ]
“আল্লাহ ঐ সব মহিলাদে’র
অভিশাপ করেন যারা কবরস্থানে যাতায়াত করে, অভিশাপ করেন তাদের যারা কবরে’র
উপর মসজিদ নির্মাণ করে ও সেখানে আলোক সজ্জ্বা করে। [আবু দাউদ, আল তিরমীজি,
আল নিসা’ই ও আল হাকিম]
ওলামা মাশায়েখগণে’র মধ্যে মহিলাদে’র
কবরস্থানে যাতায়াতে’র অনুমদনে’র ব্যপারে যে মতপার্থক্য রয়েছে তা এই
শাস্তি (অভিশাপ প্রদাণ) দ্বারা আল্লাহ নিষিদ্ধ করেছেন।
অধিকাংশ ওলামাগণ এই নিষেধে’র পিছনে প্রধাণ দুইটি কারণ উপস্থাপন করেছেনঃ
১। প্রকৃতিগত ভাবে মহিলা’রা অধিক আবেগপ্রবণ ও বিভিন্ন বিপদ আপদে ধৈর্য্য
ধারণ করার ব্যপারে দুর্বল, যার ফলে নিকট আত্বীয়ে’র কবর দেখে তারা যে কোনো
সময় ভেঙ্গে পরতে পারে ও উচ্চ স্বরে কান্না ও বিলাপ শুরু করতে পারে। যা তার
ধর্মীয় ভাবমূর্তী বিনষ্ট করবে ও সে শারিরীক ভাবে অসুস্থ হয়ে যেতে পারে।
২। সাধারণত কবরস্থান লোকালয় থেকে দূরে ও আলাদা হয়ে থাকে, যা একজন মহিলার
জন্য নিরাপদ নয়। তারা সমাজে’র দুঃশ্চরিত্র লোকে’র পাল্লায় পরতে পারে।
এক কথায়, মহিলাদে’র কবরস্থানে যাতায়াতে নিষিদ্ধ করা’র পিছনে কারণ হল,
প্রকৃতিগত ভাবে মহিলা’রা আবেগপ্রবণ ও বিভিন্ন বিপদ আপদে ধৈর্য্য ধারণ করার
ব্যপারে দুর্বল, তাই এই নিষেধ তাদের’কে বিভিন্ন ফিতনা ও শাস্তি থেকে বিরত
রাখে।
No comments:
Post a Comment