লেখকঃ আবু মুসা (ধর্মান্তরিত মুসলিম)
ডঃ জাকির নায়েক, ভারতে এবং বাইরে নট ইয়েট মুসলিমদেরকে দাওয়াতের যে নতুন ধারা শুরু করেছেন, উনি রেফারেন্স চেকের যে বিষয়টি আমাদেরকে অনেক সহজ করে দিয়েছেন এর জন্য উনি অবশ্যই প্রশংসার দাবীদার। আল্লাহ্ উনার কাজের জন্য উনাকে উত্তম বিনিময় দিন।
আমাদের মধ্যে অনেকেই উনার ভক্ত। অনেকেই উনাকে ফলো করতে চান, নিজে না পারলেও বাচ্চাদের দিয়ে হলেও উনাকে ফলো করতে চান। এতে দোষের কিছু নাই। কিন্তু এক জায়গায় মারাত্মক একটা সমস্যা রয়েছে।
আর তা হল, বাচ্চারা জাকির নায়েকরে ফলো করবে কিন্তু মা পর্দাও পরবে না আর বাবাও দাড়ি রাখবে না। তাইলে কি দাঁড়ালো, উনারা জাকির নায়েকরে ফলো করতে চান কিন্তু উনি যা বলছেন তা ফলো করতে রাজী না। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আপনি বা আপনারা বা আমি বা আমরা রিয়া ফলো করছি, আপনারা বা আমরা জাকির নায়েকের বক্তব্য ফলো না করে উনার স্মার্টনেস ফলো করছি। ভুলে গেছেন যে, উনার বক্তব্যে ইসলাম আছে বলেই উনাকে আসলে স্মার্ট লাগে।
সুতরাং কথায় এবং কাজে এক হওয়া খুব দরকার। যারাই জাকির নায়েককে ফলো করতে চান, তারা অবশ্যই জাকি নায়েকের বক্তব্যকে ফলো করুন, তাইলেই বাচ্চাদের জাকির নায়েকের মত বানাতে পারবেন। কিন্তু যদি নিজেরা বেপর্দা থেকে, নিজেরা সুন্নাহ থেকে দূরে থেকে কেবল বাচ্চাদেরকে দিয়ে জাকির নায়েক বানিয়ে কামিয়াব হতে চাইছেন, তাদের জন্য হিতে বিপরীত হতে পারে কারণ বাচ্চারা বাবামার কথা থেকে খুব কমই শেখে, বাচ্চারা বেশীর ভাগই শিখে দেখে। সুতরাং আপনি বা আমি যতই জাকির নায়েক বলে চিৎকার করি না কেন, যদি আমরা নিজেরা জাইর নায়েকের বক্তব্যকে না মানি, তাহলে বাচ্চারা বিগড়াইয়েও যেতে পারে।
আল্লাহ্ আমাদের সঠিক বুঝ দিন এবং দ্বীনের মধ্যে অন্তত মিনিমামভাবে প্রবেশ করার তৌফিক দান করুন। আমীন।
No comments:
Post a Comment