রাসূল (সাঃ) এর বর্ণিত "মালহামা" (মহাযুদ্ধ) - যেই যুদ্ধের নেতৃত্ব দিবেন
ইমাম মেহেদী (আঃ), এর আগ দিয়ে সিরিয়ার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে কোন
গোত্রের লোক?
সিরিয়ার বর্তমান শাসক বাশার আল আসাদ, তার পূর্বসূরি হাফিজ আল আসাদ এবং তাদের অনুগত ও অনুসারী প্রশাসনিক ও সামরিক বাহিনীর বেশির ভাগই যে ‘নুসাইরিয়া’/ ‘আলাভি’ সম্প্রদায়ের লোক -- এরা সবাই কোন গোত্রের?
সিরিয়ার বর্তমান শাসক বাশার আল আসাদ, তার পূর্বসূরি হাফিজ আল আসাদ এবং তাদের অনুগত ও অনুসারী প্রশাসনিক ও সামরিক বাহিনীর বেশির ভাগই যে ‘নুসাইরিয়া’/ ‘আলাভি’ সম্প্রদায়ের লোক -- এরা সবাই কোন গোত্রের?
উত্তরঃ বিভিন্ন
হাদিস গ্রন্থের বর্ণনা থেকে পাওয়া যায়, রাসূল (সাঃ) এর বর্ণিত "মালহামা"
(মহাযুদ্ধ), যেই যুদ্ধের নেতৃত্ব দিবেন ইমাম মেহেদী (আঃ) এর আগ দিয়ে
সিরিয়ার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে "কালব্যিয়া" বা "কাল্ব" গোত্র হতে। তার
সহচরদের মধ্যেও "কালব্যিয়া" বা "কাল্ব" গোত্রের লোক বেশি হবে। মানুষের রক্ত
ঝরানো তাদের বিশেষ অভ্যাসে পরিণত হবে। যে লোকই বিরোধিতা করবে, তাকেই হত্যা
করা হবে। এমনকি গর্ভস্থিত সন্তানদের পর্যন্ত হত্যা করবে। শুরুর দিকে তারা
ন্যায়পরায়ণ শাসক হিসাবে আত্মপ্রকাশ করবে, পরে যখন শক্তি ও ক্ষমতা পাকাপোক্ত
হয়ে যাবে, তারা অত্যাচার-অবিচার ও অপকর্মে লিপ্ত হয়ে পড়বে। অর্থাৎ প্রথমে
তাদেরকে মুসলমানদের মাঝে মহান নেতা বা হিরো হিসাবে উপস্থাপন করা হবে,
কিন্তু পরে তাদের আসল রূপ প্রকাশ হয়ে পড়বে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ
করবে।
১৯৬৬ সালে ক্ষমতায় আসা এই আল আসাদ পরিবারও "কালব্যিয়া" বা "কাল্ব" গোত্রের। তারা শিয়াদের যে শাখার অনুসারী অর্থাৎ ‘নুসাইরিয়া’/ ‘আলাভি’ রাও "কালব্যিয়া" বা "কাল্ব" গোত্রের। এই আসাদদের অনুগত ও অনুসারী প্রশাসনিক ও সামরিক বাহিনীর বেশির ভাগই ‘নুসাইরিয়া’/ ‘আলাভি’ তথা "কালব্যিয়া" বা "কাল্ব" গোত্রের। ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে উচ্চকণ্ঠের কারণে বেশির ভাগ মুসলিমরা এদেরকে হিরো মনে করে। আজ ক্ষমতায় টিকে থাকতে গিয়ে তাদের আসল রূপ প্রকাশ পেয়েছে। আজ তারা “আহলে সুন্নাহ ওয়াল জামাআ” দের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত।
Baig Vai, Basar Al Asad er gotro porichoy shonkranto kono family tree/detail analysis paoa jabe?
ReplyDelete