Friday, September 6, 2013

কুইজঃ ৪

রাসূল (সাঃ) এর বর্ণিত "মালহামা" (মহাযুদ্ধ) এ নেতৃত্বদানকারী ইমাম মেহেদী (আঃ) আসার আগ দিয়ে আরব সাগরের অবস্থা কেমন হবে, সেই সম্পর্কে আমাদের রাসূল (সাঃ) পরিষ্কার ধারণা দিয়েছেন। হাদিসটি কি?
ঊত্তরঃ  হযরত কা’ব (রাঃ) বলেছেন,
“অদূর ভবিষ্যতে পূর্বাঞ্চলীয় সমুদ্র সুদূর হয়ে যাবে। এমনকি এতে কোন নৌযান চলাচল করবে না এবং সেটি অতিক্রম করে এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে যেতে পারবে না। এমনটি ঘটবে মহাযুদ্ধের সময় আর তা ঘটবে মাহদির আবির্ভাবের কালে”।  
 
(আসসুনানুল ওয়ারি
দাতু ফিল ফিতান) 
 
এখানে পূর্বাঞ্চলীয় সমুদ্র দ্বারা উদ্দেশ্য আরব সাগর। দূরে চলে যাওয়া মানে, তার নিকটে পৌছানো কঠিন হয়ে যাবে, ফলে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাবে।
 
আপনি পৃথিবীর মানচিত্রটা খুলুন। মার্কিন নৌবহরগুলো এই মুহূর্তে যেখানে অবস্থান করছে, সেটিতে চোখ রাখুন। এই বর্ণনাটি খুব সহজে আপনার বুঝে আসবে। করাচী উপকূল থেকে নিয়ে সোমালিয়া পর্যন্ত সমগ্র আরব সাগরের প্রতিটি নৌপথ বিশ্ব কুফরি শক্তির দখলে। 
 
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, যেন দাজ্জালি শক্তি হযরত মাহদি অভিমুখি রসদ ও বাহিনীকে চতুর্দিক থেকে প্রতিহত করতে পূর্ণ প্রস্তুত এবং সেই বিশেষ স্থানগুলোর উপর নিজেদের নিয়ন্ত্রন প্রতিষ্ঠায় গলদঘর্ম, যেসব স্থান থেকে হযরত মাহদির সাহায্যার্থে মুজাহিদ বাহিনীর আগমন ঘটতে পারে।

No comments:

Post a Comment