Monday, September 9, 2013

কুইজঃ ৫



রণকৌশল হিসাবে "ব্লাক আউট" একটি বহুল প্রচলিত কৌশল রাসূল (সাঃ) এর যুগে একজন মুসলিম সাহাবী সেনাপতি সর্বপ্রথম এই কৌশলটি অবলম্বন করেন এই সাহাবী সেনাপতির নাম কি?

উত্তরঃ  হযরত আমর ইবনুল আস (রাঃ) অষ্টম হিজরীতে লখম ও জুযাম সম্প্রদায়ের বিরুদ্ধে “জাতুস সালাসিল” অভিযানে সর্বপ্রথম “ব্লাক আউট” কৌশলটি অবলম্বন করেন। সৈন্যদের মাঝে ঘোষণা করে দেন, তিন দিন পর্যন্ত সেনা শিবিরে কোন বাতি বা আগুন জ্বালানো যাবে না। মুসলিম সৈন্যদল মদিনায় প্রত্যাবর্তনের পর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন জানতে পারেন, তখন এর কারণ জিজ্ঞেস করলে হযরত আমর ইবনুল আস (রাঃ) উত্তরে বলেন, ইয়া রাসুলাল্লাহ, শত্রু সৈন্যের তুলনায় আমাদের সৈন্য কম ছিল। আমাদের সৈন্যস্বল্পতা টের পেয়ে শত্রুরা যাতে আমাদের উপর চেপে বসতে না পারে, সে জন্য রাতে আলো জ্বালাতে নিষেধ করেছিলাম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই রণকৌশলটি পছন্দ করেছিলেন এবং এর উপর আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন।
(জামউল ফাওয়ায়েদ, ২য় খণ্ড, পৃষ্ঠা ২৭)

No comments:

Post a Comment