Friday, August 23, 2013

খুন খারাবীর বন্যা বইবে



হযরত আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেছেনঃ

“ততক্ষন পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ এমন দিনের মুখোমুখি না হবে যে, হত্যাকারী নিজেও জানবে না সে কেন হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না তাকে কেন হত্যা করা হল”।

জনৈক ব্যক্তি আরয করল, ‘এমনটি কেন হবে?’

ইরশাদ করলেন, “ফেতনার কারনে হত্যা,খুন ব্যাপকতা লাভ করবে”। অতঃপর বলেন, “হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে”। (মুসলিম শরীফ)

হত্যাকারী জাহান্নামী হবে এটাই স্বাভাবিক। কারণ, সে অন্যায়ভাবে হত্যা করেছে। কিন্তু নিহত ব্যক্তি জাহান্নামে যাবে কেন সে কথা বিধৃত হয়েছে অন্য একটি হাদিসে। আর তা হল, 

“নিহত ব্যক্তিও তো হত্যা করার চেষ্টায় ছিল। (কিন্তু সে পারেনি) তাই সেও জাহান্নামী”। (বুখারি শরীফ)

ফেতনার ভয়ঙ্কর রূপ এখন সর্বত্রব্যাপী। হত্যা ও জঘন্যতাও সর্বত্রব্যাপী। জাতীয় বিরোধ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দলাদলির কারণে অগণিত মানুষ খুন হচ্ছে নিয়মিত। অজ্ঞাতনামা লাশের কারণে এমন কি কে হত্যাকারী আর কে নিহত তাও অনেক সময় জানা যায় না।  একজন লোক খুন হবার জন্য এতটুকুই যথেষ্ট যে সে আমার দলের নয়। 

ইমাম মেহেদি (আঃ) এর আগমন পূর্ব এই আলামতটি এখন অত্যন্ত পরিষ্কার।

No comments:

Post a Comment