হযরত আবু বাকরাহ (রাঃ) বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না, যতক্ষণ না প্রতিটি সম্প্রদায়ের নেতৃত্ব দেবে তাদের মুনাফিক শ্রেণী”।
(আল মুজামুল আসওয়াত খণ্ড ৪, পৃষ্ঠা ৩৫৫)
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিসে উম্মতের সাধারণ চরিত্র ও মেজাজ চিহ্নিত করেছেন যে, তাদের মাঝে কাপুরুষতা, অলসতা ও বাতিলের সামনে মাথা নত করার মতো ব্যাধিগুলো জন্ম নিবে। সেজন্য মুনাফিকদের শাসন নেতৃত্বের ফলেও তাদের মাঝে আত্মমর্যাদা ও ইমানী জোশ জাগ্রত হবে না। তারা মুসলিম নামের ইসলাম বিরোধীদের দ্বারা চালিত হয়েও এই আত্মপ্রবঞ্চনায় লিপ্ত থাকবে যে, আমি একজন খাঁটি মুসলমান। ঈমানওয়ালা মানুষদের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করার কোন ভাবনাই তাদের মাথায় জাগবে না। ইসলামের শত্রুরা আমাকে শাসন করছে করুক, আমি আমার দ্বীন নিয়ে থাকি, এমন মানসিকতা লালন করেই তারা জীবন অতিবাহিত করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন পরিস্থিতিকে কেয়ামতের পূর্বলক্ষণ সাব্যস্ত করেছেন।
No comments:
Post a Comment