Tuesday, July 30, 2013

"সৌদ প্রিন্স খালিদ বিন ফারহানের সৌদি রাজ পরিবার প্রত্যাখ্যান"

সৌদ প্রিন্স খালিদ বিন ফারহান আল সৌদ একটি স্ট্যাটমেন্টের মাধ্যমে সৌদি রাজ পরিবারকে প্রত্যাখ্যান করেছে এবং অন্যান্য প্রিন্সদেরকেও প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন এবং আল্লাহর জন্য নিরবতা ভেঙ্গে সত্য উন্মোচনের আহ্বান জানিয়েছেন।

তার ঐ স্টেটমেন্টে শনিবার (২৭-৭-২০১৩), তিনি উল্ল্যেখ করেন আল-সৌদ পরিবারে তার নিজের তিক্ত অভিজ্ঞতা যেটা সৌদি টুইটার লেখক মুজতাহিদ এবং সৌদ পরিবারের বিরুদ্ধে অন্দলনকারী সাদ আল-ফাকিহর মাধমে ফাস করা হয় যারা এখন লন্ডনে অবস্থান করছেন।

ডিফেকশনের সময় সৌদ প্রিন্স খালিদ বিন ফারহানের স্টেটমেন্ট ছিলঃ
“সৌদি আরবের সরকার কোরআনের আইন মানে না তারা এর সাথেও নেই, এমনকি দেশে প্রতিষ্ঠিত আইনের(তাদের মনগরা আইন) সাথেও তারা নেই। সৌদি আরবের নিতীসমুহ, সিদ্ধান্ত এবং কার্যসমুহ সম্পূর্ণরুপে রাজ পরিবারের ইচ্ছার উপর নির্ভর করে।“

“সৌদি আরবে ইসলামী আইন অনুসরন এবং সম্মানের যে কথা বলা হয়, তা সবই কৃত্রিম যাতে তারা মিথ্যাচার করতে পারে এবং জাহির করে যে এই সরকার ইসলামের আইন অনুসরন করে।“

তিনি সৌদি সরকারের সমালচনা করে বলেন, “রাজ পরিবার মনে করে সৌদি আরব তাদের নিজেদের সম্পত্তি। যখন সৌদি শাসক এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ তোলা হয় তখন সৌদি আরবের রাজ পরিবার ভিতরে এবং বাইরে সব ধরনের পদক্ষেপ গ্রহন করে এগুলো দমানোর জন্য”।

তিনি আরো বলেন “রাজ পরিবার নিজেদের লাভ ছাড়া অন্য কিচ্ছু নিয়ে চিন্তিত না। দেশ এবং দেশের জনগনের ব্যপারেও তারা চিন্তিত না। এমনকি জাতীয় নিরাপত্তায়ও না”।

ফারহান সবাইকে সতর্ক করে দিয়ে বলে, “বর্তমানে সৌদি আরবে যে সমস্যা তা “সাময়িক” কোন সমস্যা না। সমস্যা শুধুমাত্র বেকারত্ব, সল্প বেতন কিংবা জনগনের প্রাপ্য সম্পদের অসম বন্টনের মধ্যেই সীমাবদ্ধ্য না। সমস্যা অনেক গভীর। রাজনৈতিক এবং অর্থনৈতীকভাবে দুর্নিতী, রাজ পরিবার কর্তৃক ক্ষমতার অপব্যবহার, পার্লামেন্ট এবং বিচার ব্যবস্থায় অবৈধ এবং ভয়াবহভাবে রাজ পরিবারের হস্তক্ষেপ”।

খালিদ বিন ফারহান যা বলেছে প্রায় সবই সৌদি আরবের বিরোধী সংস্কারপন্থী গ্রুপগুলো বলে আসছে দীর্ঘদিন থেকে। সমালচনায় বা মিডিয়াতে সৌদি আরবের যে সমস্যার কথা বলা হয় প্রকৃতপক্ষে পরিস্থিতি আরো ভয়াবহ।

No comments:

Post a Comment