হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
"কেয়ামতের কাছাকাছি সময়কার একটি লক্ষণ হল চাঁদ সম্প্রসারিত
হওয়া। আরেকটি লক্ষণ হল, প্রথম দিনের চাঁদকে বলা হবে, এটি দুই রাতের (দ্বিতীয়
তারিখের) চাঁদ”। (আল মুজামুস সাগীর খণ্ড ২, পৃষ্ঠা ১১৫)
উম্মতের উপরের হাদিসটি নিয়ে খুব গবেষণা ও
চিন্তা করা দরকার। ইতিমধ্যেই রমজান মাসের শুরুর এবং ঈদের চাঁদ দেখা যাওয়া বা না
যাওয়া নিয়ে বিভিন্ন ভূখণ্ডের মুসলিম ও আলেম সমাজের মধ্যে মতবিরোধ জন্ম নিয়েছে। এটি
বর্তমান দুনিয়াতে বিরাজমান শেষ জামানার আলামতগুলোর সাথে আরও নতুন মাত্রা যোগ করছে।
No comments:
Post a Comment