সুদ ব্যাপকতা লাভ করা
হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“মানুষের জীবনে এমন একটি যুগ আসবে, যখন তারা সুদ খাবে”। বর্ণনাকারী বলেন,
একথা শুনে রাসুল (সাঃ) কে জিজ্ঞাসা করা হলো, “ সমস্ত মানুষ (সুদ খাবে)?”
উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তাদের যে লোক সুদ
খাবে না, সুদের কিছু ধুলা তাকে গ্রাস করবে”। (সুনানে আবু দাউদ খণ্ড ৩,
পৃষ্ঠা ২৪৩; মুসনাদে আহমাদ খণ্ড ২, পৃষ্ঠা ৪৯৪; মুসনাদে আবী ইয়ালা খণ্ড ১১,
পৃষ্ঠা ১০৬)
হাদীসে যে যুগের কথা বলা হয়েছে, আমাদের বর্তমান
যুগটি তার সঙ্গে হুবহু মিলে যায়। বর্তমান যুগে সুদ ব্যাপকতা লাভ করে
ফেলেছে। সুদ এখন জাতীয় অর্থনীতির ভিত্তির রূপ ধারণ করেছে। ক্ষুদ্র ঋণ আর
সামাজিক ব্যবসার নামে বহু সংখ্যক মানুষ সরাসরি সুদখোরির সাথে জড়িত। যারা
সুদ খাওয়া থেকে বিরত থাকছেন, সুদের ধুলাবালি তাদেরও স্পর্শ করছে। তথাকথিত
বুদ্ধিজীবীদের দ্বারা সুদের গায়ে “মুনাফা” নামক ইসলামের লেবেল এঁটে উম্মতকে
সুদ খাওয়ানোর চেষ্টা চালানো হচ্ছে।
No comments:
Post a Comment