Monday, June 24, 2013

কি ভূমিকা ছিল কওমী উলামাদের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে?

লেখকঃ-মিনহাজ উদ্দিন মিরান (চিরকুট)

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় কওমি মাদ্রাসার কয়েক জন ছাত্র হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর সর্বশেষ জীবিত খলিফা খেলাফত মজলিসের হাফেজ্জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি কে জিজ্ঞাস করেছিল এই যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধটা সম্পর্কে আপনার অভিমত কি ?

তখন হাফেজ্জি হুজুর রহমাতুল্লাহ আলাই উত্তর দিয়েছিলেন-
এটা হচ্ছে জালেমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ। পাকিস্তানিরা হচ্ছে জালেম আর আমরা বাঙ্গালীরা হচ্ছি মজলুম।
হাফেজ্জি হুজুরের এই কথা শুনে অনেক আলেম মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল।

সাংবাদিক শাকের হোসাইন শিবলির একটি বই আছে “আলেম মুক্তিযুদ্ধাদের খোজে”এই বইটিতে আপনারা অনেক বড় বড় আলেম যারা দেশের বিভিন্ন ক্বওমী মাদ্রাসা থেকে পাস করেছিলেন মুক্তিযুদ্ধের সময় তাঁদের বীরত্বের কাহিনী পাবেন। কিন্তু ঐ আলেমরা কিন্তু ওলামা লীগ করতো না।

উনারা শুধু দেশ মাতৃকার টানে ও নির্যাতীত নারীদের কে পাকিস্তানী হানদার বাহিনীর লালসার হাত থেকে বাঁচানোর জন্যই মুক্তিযুদ্ধ করেছিল। ১৯৭১ সালে বাংলাদেশের প্রধান মুহাদ্দিস ছিলেন শায়খুল ইসলাম আমীমুল এহসান
রহমাতুল্লাহআলাইহি। আমীমুল এহসান রহমাতুল্লাহ আলাইহি উনিও কিন্তু পাকিস্তানিহানাদ ার বাহিনীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন হত্যা ও নারীধর্ষনের।

পরবর্তীতে ইয়াহিয়া সরকার উনাকে জোর করে সৌদি-আরব পাঠিয়ে দেয়। দেশ স্বাধীন হবার পর উনি বাংলাদেশে ফিরে আসেন ও বঙ্গবন্ধু উনাকে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের প্রধান খতীব হিসাবে নিযুক্ত করেন।
উপমহাদেশে শিয়া মতবাদের বিলুপ্তিসাধনে শায়খুল ইসলাম আমীমুল এহসান রহমাতুল্লাহআলাইহি এর অনেক অবদান ছিল।
[ তথ্যসূত্রঃ শায়খুল ইসলাম আমীমুল এহসান রহমাতুল্লাহ আলাইহি এর জীবন ও কর্ম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ]

ব্রাক্ষণবাড়িয় া সদরের যেসবচেয়ে বড় ক্বওমী মাদ্রাসা জামিয়া ইউনিসিয়া সেই মাদ্রাসার প্রধান মুহতামিম ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহিউনিও কিন্তু মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন।

ব্রাক্ষণবাড়িয় া জেলায় অনেক বড় বড় আলেমউনার ফতোয়া শুনে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। অনেক মুক্তিযুদ্ধাকে ফখরে বাঙ্গাল আল্লামাতাজুল ইসলাম রহমাতুল্লাহআলাই হি নিজের বাসায় আশ্রয় দিয়েছিলেন।দেশ স্বাধীন হবার পর বঙ্গবন্ধু উনাকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠিও দিয়েছিলেন।
[ তথ্যসুত্রঃ ফখরে বাঙাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি ও উনার সাথীবর্গ, লেখকঃ হাফিয মুহাম্মদ নুরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন,বাংলা দেশ]

পাবনার রাজাকার বাহিনীর প্রধান ছিলেন জামায়াতের তথাকথিত মাওলানা সোবহান আবার মুক্তিযোদ্ধাদের প্রধান ছিলেন দেওবন্দ মাদ্রাসাথেকে দাওরা হাদিস পাস করা মাওলানা কাসিমুদ্দিন যিনি রাজাকার বাহিনীর হাতে নির্মম ভাবে শহীদ হয়েছিলেন। ভারতের দেওবন্দ মাদ্রাসা কেন্দ্রিক যে আলেমদের সংগঠন আছে “জমিয়তে উলামায়ে হিন্দ”
উনারা ও কিন্তু ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধারপক ্ষে অনেক ফতোয়া দিয়েছিলেন।

“জমিয়তে উলামায়ে হিন্দ” ১৯৭১ সালে স্পষ্ট ভাবে পাকিস্তানী হানাদার বাহিনী যে নির্মম ভাবে পূর্ব পাকিস্তানি জনগণদেরকে হত্যা করছে এই ব্যাপারে অনেকগুলি বিবৃতি দিয়েছিল। এই ফতোয়া গুলি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত শায়খুল ইসলাম হযরত হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির যে জীবনী বের
হয়েছে সেই বইটির শেষে পরিশিষ্ট আঁকারে দেয়া হয়েছে। বিশিষ্ট গবেষক আলেম ডঃ মুশতাক আহমেদ “শায়খুল
ইসলাম হযরত হোসাইন আহমদ মাদানীরহমাতুল্ল াহ আলাইহিঃ জীবন ও কর্ম” শিরোনামে তথ্য ওতত্ত্ববহুল অভিসন্দর্ভ প্রনয়ন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে র ইসলামের ইতিহাস বিভাগেথেকে এই অভিসন্দর্ভ উপলক্ষ্যে মুশতাক আহমেদ কে পি.এইচ.ডি. ডিগ্রীপ্রদান করা হয়েছে। আর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ডঃ মুশতাক আহমেদের এইঅভিসন্দর্ভ টিই শায়খুল ইসলাম হযরত হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিরজীবনী বই আকারে বের করেছে।

বর্তমানে বাংলাদেশে একটা ফ্যাশনে পরিনত হয়েছে যে ইসলাম নিয়ে যারা রাজনীতিকরে ইসলাম নিয়ে যারা লেখালেখি করে তাদেরকে রাজাকার হিসাবে আখ্যায়িত করা হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিহানাদ ার বাহিনী যে এত অত্যাচার করেছে,সুন্দর সুন্দর মেয়েদের কে ধর্ষন করে তাদের স্তন কেটে দিত কিন্তু সেই সময় অধ্যাপক গোলাম আযম, মওদুদী, নিজামী, মুজাহিদ পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে একটা বিবৃতিদেয়ারও সাহস পায় নি।

এটা কথাটা যেমন সত্য ঠিক তেমনি এই কথাটা ও সত্য যে আমাদের ক্বওমী মাদ্রাসার আলেমরা স্পষ্ট ভাবেসেই সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন। উনারা শুধু ফতোয়াই দেন নি অনেক কওমি মাদ্রাসার ছাত্রদেরকে মুক্তিযুদ্ধেও পাঠিয়ে ছিলেন।

তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে দয়া করে হক্কানী আলেমদের কে রাজাকার আল বদর বলে গালি দিবেন না। যত বড় মুক্তিযোদ্ধাই আসুক দেওবন্দ ভিত্তিক কোন কওমি মাদ্রাসার আলেম কে রাজাকার হিসাবে প্রমান করতে পারবে না ।

1 comment:

  1. ভাইয়া এক উম্মাহ হওয়া উচিত । আমরা দেশ এ ভাগ হলে ত দুরবল হয়ে জাব র মুস্রিক রা আর কস্ত দিবে আমাদের । পাকিস্থান যে খুব ভাল ছিল আমি বলি না কিন্তু আমরা ভাগ হয়ে যাওয়া তে অন্তত ইন্ডিয়া ত খুব খুসি । মাঝখান দিয়ে বাংলাদেশ কে পেয়ে বসছে । একি ভাবে আরব বিশ্ব যদি ভাগ না হত আত গুলা দেশ এ আজকে হইত মুস্লিম রা এ দুনিয়া চালাত র সেতা এ ক্রিস্তিয়ান রা চাই নাই । আই জন্য জা ইচ্ছা তাই তত্ত বের করে হাসসকর নাম দিয়ে মুস্লিম দের সিখাতে আসে দেশ কাম্নে চালাতে হই । ওদের শেখান জিনিস আমরা মানতে জেয়ে আজকে আমরা আত দুরবল । ভুল আমাদের যে আমরা ইসলাম থেকে দূরে সরে গেসি । র ওরা সেতার সুজগ কাজে লাগাইসে । এখন ও সময় আসে ভুল সুধ্রাবার। আল্লাহ আমাদের তৌফিক দিন । আমিন । এক উম্মাহ এক দেশ।

    ReplyDelete